Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা করলেও হঠাৎ একটি ইস্যুতে তাকে ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। নিজের ফেসবুকে তসলিমাকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুকে ভিডিও বার্তায় ধন্যবাদ দিয়ে নিঝুম মজুমদার বলেন, নানা সময়ে আমি তসলিমা নাসরিনের সমালোচনা করলেও আজ তার প্রশংসা না করলে অন্যায় হবে। শান্তিনগরে অবস্থিত তসলিমা নাসরিনের ফ্ল্যাটটি্ বিদ্যানন্দকে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
ওই ভিডিওতে তিনি আরও বলেন, চাপের মুখে থাকা বিদ্যানন্দের প্রতি তসলিমার এই ঘোষণা আমাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে তসলিমার লেখা ও মানসিকতার প্রশংসা করেন তিনি। এরপর তিনি তসলিমাকে ধন্যবাদ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।