নিকের সঙ্গে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা, রইল তালিকা

প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : পপ তারকাকে ২০১৮ সালে বিয়ের আগে শাহিদ কাপুর থেকে স্কটিশ তারকা… একাধিক ব্যক্তির নাম জোড়ে প্রিয়াঙ্কার সঙ্গে। শাহরুখকে নিয়েও গুঞ্জন শোনা যায়।

প্রিয়াংকা

একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়া এবং পপ তারকা গায়ক নিক জোনাস ২০১৮ সালের মে মাসে ডেটিং শুরু করেন। ওই বছরই জুলাই মাসে বাগদান পর্ব সারেন এই জুটি। কয়েক মাস পরে ডিসেম্বরে বিয়ে করেন। নিককে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, তালিকাও বেশ লম্বা।

প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিকদের মধ্যে একজন ছিলেন বলিউড অভিনেতা অসীম মার্চেন্ট। গুঞ্জন ছিল, অসীম অভিনেত্রীর প্রথম প্রেমিক। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর মডেলিংয়ের শুরুর দিনগুলিতে অসীমকে ডেট করতেন। বলিউডে ব্রেক পাওয়ার পরই অসীমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় প্রিয়াঙ্কার।

‘হোয়টস ইয়োর রাশি?’ তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া এবং হারমান বাওয়েজা। শোনা যায়, দীর্ঘ পাঁচ বছর একে অপরকে ডেট করেছেন তাঁরা। এরপর ব্যক্তিগত কারণে সম্পর্কে ইতি টানেন। বিচ্ছেদের কারণ জানা না গেলেও, বাওয়েজা একবার একটি সাক্ষাত্কারে বলেছিলেন, তিনটি চলচ্চিত্রে পর পর ব্যর্থতার কারণে তিনি অনেক চাপের মধ্যে ছিলেন এবং PeeCee এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি সময় দেননি।

বলিউডের চকোলেট বয় শাহিদ কাপুর। বর্তমানে স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে সুখী গৃহকোণ অভিনেতার। একসঙ্গে অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন শাহিদ প্রিয়াঙ্কা। শোনা যায়, তাঁরা লিভ ইন সম্পর্কেও ছিলেন। পরে বিচ্ছেদ হয়।

বলিউডের বাদশা শাহরুখ খানও টক অফ দ্য টাউন থেকে রেহাই পাননি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। দু’জনকে অনেক অ্যাওয়ার্ড শো-এ একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু গৌরী হস্তক্ষেপ করেন এবং রিপোর্ট অনুসারে শাহরুখ খান পিসি-র সঙ্গে ‘ডন’-এর পর আর কোনও ছবি করেননি।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত নয়, তবে এমি অ্যাওয়ার্ডের সময় প্রিয়াঙ্কা চোপড়াকে ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে একটা গুঞ্জন চাউর হয়েছিল। পরে পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। একে অপরের ফোন নম্বরও নিয়েছিলেন বলে জানা যায়। যদিও এই গুজব চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি থিতিয়ে পড়ে।

সুজানগরে আগাম আবাদ করা পেঁয়াজের বাম্পার ফলন

খুব কম লোকই জানেন, প্রিয়াঙ্কা চোপড়া সুদর্শন স্কটিশ অভিনেতা জেরাল্ড বাটলারকে মুম্বইয়ের ভারসোভায় তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাটলার প্রায়শই মজা করে প্রিয়াঙ্কাকে নাকি বিয়ে করতেও চাইতেন। এটা কি সত্যিই কৌতুক ছিল, নাকি তাঁর মনের আসল ইচ্ছা তা এখনও জানা যায়নি।