বিনোদন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডের মরদেহ পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার পাহাড় ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার মানবদেহাবশেষ খুঁজে পাওয়া গেছে এবং দেহটি অভিনেতার বলে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে, জুলিয়ান গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় পাহাড় ভ্রমণে যান। গত ১৩ জানুয়ারি সান গ্যাব্রিয়েল পর্বতমালার বাল্ডি বোল এলাকায় আবহাওয়া খারাপ পরিস্থিতির সৃষ্টি করলে নিখোঁজ হন অভিনেতা।
ক্যালিফোর্নিয়ায় মারাত্মক ঝড় এবং একই সঙ্গে তুষারপাত ও বরফের কারণে বিমান ও স্থল অনুসন্ধান ব্যাহত হয়েছে। সান বার্নাডিনো কাউন্টি শেরিফ বিভাগ বলছে, পাহাড়ের চূড়ায় খুঁজে পাওয়া দেহাবশেষ নিখোঁজ অভিনেতার।
তবে জুলিয়ানের মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য এখনো তদন্ত প্রক্রিয়াধীন। এ কারণে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
অভিনয়ের বাইরে জুলিয়ান একজন হাইকার ছিলেন। তার বন্ধু এবং হাইকিং পার্টনার কেভিন রায়ান এর আগে বলেছিলেন, জুলিয়ানের কাছে হাইকিং সত্যিকারের আবেগ।
জুলিয়ান অস্কারজয়ী সিনেমা এ রুম উইথ এ ভিউ, টেলিভিশন নাটক টোয়েন্টিফোর এবং স্মলভিলে চরিত্রের জন্য দর্শক মহলে সর্বাধিক পরিচিত ছিলেন। এ ছাড়া ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ (২০১১)-তে ড্যানিয়েল ক্রেগের বিপরীতে করা তার অভিনয় ছিল অনন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।