জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামে নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠেছে মাহিম বাবু নামের ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শিশু মাহিমের মরদেহ বাড়ির পাশের নলেয়া নদীতে ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাহিম ওই এলাকার মাজেদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে মাহিম তার দাদির সঙ্গে বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে যায়। একপর্যায়ে প্রাকৃতিক কর্ম সারার পর নদীতে পরিষ্কার হতে গিয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও মাহিম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। পরে মাইকিং করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন সকালে তার বাবা মাজেদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অবশেষে চারদিন পর গতকাল সন্ধ্যায় শিশু মাহিমের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী নলেয়া নদীতে ভেসে উঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহিম পরিষ্কার হতে নদীতে নামার সময় পা পিছলে পড়ে ডুবে যায়। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।