জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে সামান্য শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে নিকলী আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করে।
রবিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পরিদর্শক আখতার ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৬টা পর্যন্ত দেশে ঝড়বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
তিনি আরও জানান, শনিবার রাতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে সামান্য শিলাবৃষ্টি হয়েছে। রবিবারও আকাশ মেঘলা রয়েছে। অস্থায়ী ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৬৩ মিলিমিটার। যার মধ্যে হিসাব অনুযায়ী ১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।