বিশেষ প্রতিনিধি : নিকুঞ্জ রানার্স-এর আয়োজনে অনুষ্ঠিত ‘নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ-২০২৫’-এর ফাইনাল খেলা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৭ নভেম্বর) পূর্বাচল মাঠে অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনায় ভরা ফাইনালে গোমতি কিংস ট্রাইবেকারে ৫-৩ গোলে সীমান্ত টাইগার’স-কে পরাজিত করে শিরোপা লাভ করেছে।

ফাইনালে রোমাঞ্চকর জয়
শুক্রবার সকাল ৯টায় পূর্বাচল মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সীমান্ত টাইগার’স ও গোমতি কিংস। নির্ধারিত সময়ের খেলা শেষে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে রোমাঞ্চকর লড়াই শেষে গোমতি কিংস ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী ও অতিথি
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ও মনজুর হোসেন, এবং প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোনিয়ার গ্রুপের জিএম মোঃ আলমগীর হোসেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন তরফদার।
নিকুঞ্জ রানার্সের বার্তা
নিকুঞ্জ রানার্স-এর পরিচালক এ এম আইয়ুব জানান, “নিকুঞ্জ রানার্স দেশের একটি স্বনামধন্য রানিং ক্লাব। দৌড়ের পাশাপাশি আমরা ফুটবল ও ক্রিকেটের মতো খেলার আয়োজন করে থাকি। এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, শারীরিক ফিটনেস বজায় রাখা এবং খেলার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই করা হয়।”
নিকুঞ্জ রানার্সের এই সফল আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে শারীরিক সচেতনা ও মানসিক বন্ধন আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



