নীল বিকিনিতে নেটদুনিয়া কাঁপিয়ে তুললো লাস্যময়ী সোফি চৌধুরী

সোফি

বিনোদন ডেস্ক : ইন্দো-ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী সোফি চৌধুরী তাঁর গানের তুলনায় স্টাইল স্টেটমেন্টের জন্য বেশি বিখ্যাত। একসময়ের পপস্টার সোফিকে এদিন একজন অনুরাগী তেলেগু ভাষায় গান গাইতে অনুরোধ করলে সোফি জানান, সামান্থা প্রভু লেগু ভাষা শেখাবেন। ইতিমধ্যেই সোফির বেশ কয়েকটি ছবি নেটদুনিয়া কাঁপিয়ে তুলেছে।

সোফি

ছবিগুলিতে বহুদিন পর সোফিকে খোলামেলা লুকে দেখা গেল। নীল জলে ভরা সুইমিং পুলের ধারে আকাশ নীল রঙের বিকিনি পরে বসে রয়েছেন সোফি। চোখে সানগ্লাস। সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসে রয়েছেন সোফি।

সোফি চৌধুরী

কখনও আবার তাঁকে দেখা গিয়েছে কালো বিকিনি ও সানগ্লাস পরে। কখনও গোলাপি রঙের স্ট্রিং বিকিনি পরে সমুদ্রস্নান করতে ব্যস্ত সোফি। এছাড়াও তাঁর আরও একটি ছবি ভাইরাল হয়েছে।

ডিম পারতে গিয়ে বিপদে এই মডেল

ছবিতে দেখা যাচ্ছে, সি-বিচের সাদা বালির উপর পড়ে থাকা গাছের গুঁড়িতে শুয়ে রয়েছেন সোফি। পরনে গোলাপি-সবুজ বিকিনি ও চোখে সানগ্লাস। দুরে দেখা যাচ্ছে নীল রঙের সমুদ্র।