নিলামে তোলা হলো আমদানির ৪০ গাড়ি

Car

জুমবাংলা ডেস্ক : মোংলা বন্দরে আমদানি হওয়া হাইয়েচ, ডাম্প ট্রাক, মাইক্রোবাসসহ ৪০টি রিকন্ডিশন গাড়ি নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ।

Car

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) মোংলা কাস্টমস হাউস, খুলনা ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট এবং চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে দরপত্র জমা দেওয়া ছাড়াও বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিয়ে বিড করেছেন ব্যবসায়ীরা।

গত ২৩ সেপ্টেম্বর থেকে নিলামে অংশ নেওয়ার জন্য দরপত্র জমা দেন তারা।

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান বলেন, নিলামে অংশগ্রহকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার নামের তালিকা প্রকাশের পর গাড়িগুলোর বিক্রয় আদেশ দেওয়া হবে।

নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

আমদানি হওয়া এসব গাড়ি ৩০ কার্য দিবসের মধ্যে বন্দর থেকে খালাস করানোর নিয়ম থাকলেও আমদানিকারকরা তা করেননি। তাই কাস্টমসের নিয়মানুযায়ী গাড়িগুলো নিলামে উঠানো হয়েছে বলেও জানান তিনি।