আন্তর্জাতিক ডেস্ক : উপমহাদেশের ইতিহাসের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব টিপু সুলতান। ভারতের ইতিহাসের সবচেয়ে সাহসী নৃপতি হিসেবে অভিহিত এ মুসলিম শাসক সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারান। লন্ডনের বনহ্যামস অকশন হাউস আগামী ২৩ মে নিলামে তুলতে যাচ্ছে টিপু সুলতানের সংগ্রহের একটি তলোয়ার।
বনহ্যামস অকশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ২৩ মে ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্ট অকশনের অংশ হিসেবে অন্যান্য সংগ্রহের পাশাপাশি টিপু সুলতানের শয়নকক্ষে রাখা একটি তলোয়ার নিলামে তোলা হবে। ফাইন গোল্ড কোফতগারি সুখেলা ঘরানার তলোয়ারটির সোনার প্রলেপ দেওয়া হাতলে রয়েছে তুলুথ হরফে লেখা- ইয়া আল্লাহ, ইয়া নাসের, ইয়া ফাত্তাহ, ইয়া মুঈন, ইয়া জাহির। রয়েছে বাবরী স্ট্রাইপ ও সিল্ক মোটিফ। ১০৬ সেন্টিমিটার দীর্ঘ তলোয়ারটির ব্লেড স্টেইনলেস স্টিলের। ব্লেডের দৈর্ঘ্য ৯৩ সেন্টিমিটার, আগার দিকে উভয় অংশ ধারালো।
বর্তমান ভারতের কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও কেরালার বিরাট অংশ নিয়ে ছিল টিপুর রাজ্য। তার পিতা হায়দার আলীর নামেই হয়েছে হায়দরাবাদ শহর, যা বর্তমানে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। যুদ্ধবিদ্যার ইতিহাস গবেষকরা টিপু সুলতানকে বলেন রকেট আর্টিলারির পুরোধা। কারণ, দূরপাল্লার গোলাবর্ষণের উপযোগী ক্ষেপণাস্ত্র বিশ্বে সবার আগে টিপু সুলতানের বাহিনীই ব্যবহার করেছিল।
১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রাণ হারান টিপু সুলতান। এটা ছিল অসম যুদ্ধ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির তিনটি বাহিনীর ৬০ হাজার সৈন্য টিপুর রাজধানী শ্রীরাঙ্গাপাটনা অবরোধ করে। টিপুর বাহিনীতে সৈন্য ছিল মাত্র ৩০ হাজার। উপরন্তু তার কয়েকজন বিশ্বাসঘাতক ব্রিটিশদের সঙ্গে আঁতাত করেন যা হানাদার বাহিনীকে রাজধানীতে ঢুকে পড়ার সুযোগ করে দেয়।
ব্রিটিশরা শ্রীরাঙ্গাপাটনায় ঢুকে পড়লে টিপুর ফরাসি উপদেষ্টারা তাকে পালিয়ে অন্য দূর্গে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন, যাতে তিনি পরবর্তীতে সেখান থেকে যুদ্ধ চালাতে পারেন। তবে অমিততেজী এ শাসক পালানোর পরিবর্তে সম্মুখ যুদ্ধে বীরের মতো প্রাণ বিসর্জন দেওয়াকেই শ্রেয় মনে করেন। যুদ্ধে আর্থার ওয়েলেসলির হাতে টিপু নিহত হলে ব্রিটিশ জেনারেল হ্যারিস চিৎকার করে বলে ওঠেন- ইন্ডিয়া ইজ আওয়ারস, ভারত আমাদের।
১৭৫৭ সালে পলাশীতে মীর জাফরের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাস্ত করার পর থেকে ভারতে ব্রিটিশ শাসনাধীন এলাকা ক্রমেই বড় হচ্ছিল। তারপরও মহীশুরের টিপু সুলতানের মতো শাসক বেঁচে থাকায় ভারতকে নিজেদের দাবি করতে ব্রিটিশরা কুন্ঠিত ছিল। টিপুর বীরোচিত প্রয়াণ তাদেরকে সে সুযোগ করে দেয়।
অপরিসীম সাহস, দেশপ্রেম ও স্বজাত্যবোধে উদ্বুদ্ধ টিপু সুলতান হচ্ছেন ভারতের একমাত্র শাসক যার ব্যবহৃত পোশাক, সুগন্ধির বোতল, তলোয়ারসহ নানা জিনিসপত্র ঔপনিবেশিক শাসকরা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করেছে।
নব্বইয়ের দশকে টেলিভিশন দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল ইতিহাসভিত্তিক সিরিয়াল দ্য সোর্ড অব টিপু সুলতান। নানারকম আকৃতি ও ধাতবের তৈরি তলোয়ারের বিরাট সংগ্রহ ছিল শের-এ-মহীশুর খ্যাত এ শাসকের। আরবী ঘরানার তলোয়ার যেমন আছে, তেমনি আছে ভারতীয় খাণ্ডা, আছে পারসিক ঘরানার বাঁকানো শামশির। টিপুর তলোয়ারের সংগ্রহটাই যেন বহু সংস্কৃতির মিলনমেলা। শ্রীরাঙ্গাপাটনার যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তেও টিপুর হাতে ছিল তলোয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।