লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলোয়াড় বাছাইয়ের নিয়মে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত দুই মৌসুম নিলাম পদ্ধতিতে দল গোছানো হলেও এবার ফের ‘ড্রাফট’ পদ্ধতিতে ফিরছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য এই ড্রাফট থেকেই দেশি-বিদেশি ক্রিকেটারদের বেছে নিতে হবে দলগুলোকে। এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী ৮ জুলাই পর্দা উঠবে এলপিএলের ষষ্ঠ আসরের, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতির কথা মাথায় রেখে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২০২২ সালের পর এবারই প্রথম নিলামের পরিবর্তে পুনরায় ড্রাফট পদ্ধতির প্রবর্তন করা হলো। এ বিষয়ে এসএলসি জানায়, ড্রাফট প্রক্রিয়া টুর্নামেন্ট পরিচালনায় একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।
টুর্নামেন্টের সূচি পেছানোর পর দল সংখ্যা বাড়ানোর গুঞ্জন শোনা গেলেও বড় ধাক্কা এসেছে ফ্র্যাঞ্চাইজি মালিকানায়। চুক্তিগত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের মালিকানা বাতিল করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে বর্তমানে ২০২৪ সালের পূর্ববর্তী কোনো মালিকানা এলপিএলে টিকে নেই। যদিও বোর্ড জানিয়েছে, জাফনা ও কলম্বো দলের জন্য নতুন মালিক খোঁজা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়নি।
বরাবরের মতো এবারও পাঁচটি শহর ভিত্তিক দল অংশ নেবে টুর্নামেন্টে। দলগুলো হলো: কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা। লঙ্কান ক্রিকেটের প্রধান এই ঘরোয়া টি-টোয়েন্টি আসরকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ব্যাপক দর্শক উন্মাদনার প্রত্যাশা করছে আয়োজকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


