শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে তিনজন নারী জনপ্রতিনিধিও রয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন নবাগত জনপ্রতিনিধিরা।
বিএনপিতে যোগদানকারীরা হলেন— ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মনি বেগম, আঞ্জু আরা বেগম, মমতা বেগম এবং মহম্মদ মজনু।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপিতে যোগদানকারী জনপ্রতিনিধিরা বলেন, অতীতে যে প্রত্যাশা নিয়ে তারা যাদের পক্ষে কাজ করেছিলেন, সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও গত রবিবার (১১ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পার্টি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সদর উপজেলার তিনজন সাবেক ইউপি চেয়ারম্যান। তারা হলেন— কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


