নীল বিকিনিতে মধুচন্দ্রিমায় সায়ন্তনীর ছবি ভাইরাল

সায়ন্তনী

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগৎ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন সায়ন্তনী ঘোষ। পরবর্তীকালে হিন্দি অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যায় তাকে। ‘কুমকুম’, ‘আদালত’, ‘লাল ইশক’, ‘ইতনা করোনা মুঝসে পেয়ার’, ‘তেরা ইয়ার হু মে’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে।

সায়ন্তনী

তবে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পূর্বে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল এই অভিনেত্রীকে। কয়েকদিন আগে অভিনেত্রীর এক সাক্ষাতকারের মাধ্যমে সেই ঘটনাই আবারো উঠে এসেছিল প্রকাশ্যে। মডেলিংয়ে থাকাকালীন সেই ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী, তা জানিয়েছিলেন নিজেই। তবে বর্তমানে তিনি হিন্দি টেলিভিশন জগতের অন্যতম প্রতিষ্ঠাত অভিনেত্রী।

২০২১’এর ডিসেম্বর মাসে এই অভিনেত্রী তার দীর্ঘদিনের প্রেমিক অনুগ্রহ তিওয়ারির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কলকাতাতেই একেবারে বাঙালি রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের। ঘরোয়া ভাবেই নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন তারা। পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছিলেন এই তারকা জুটি।

কেঁদেও মিললো না জামিন, হাজতে অভিনেত্রী

বিয়ের দীর্ঘ তিনমাস পর শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছেন তারা। আর মধুচন্দ্রিমাতে গিয়েই একান্তে সময় কাটাচ্ছেন এই জুটি। সেখান থেকেই নীল রঙের স্যুইমস্যুটে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে রীতিমতো লাস্যময়ী দেখাচ্ছিলো, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই সমস্ত ছবিগুলি অভিনেত্রীর স্বামী অনুগ্রহ তুলে দিয়েছেন, তা স্পষ্ট। আপাতত অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটনাগরিকদের মাঝে। বলাই বাহুল্য, নীল স্যুইমস্যুটে সায়ন্তনী ঘোষের এই বোল্ড লুক রীতিমত পাগল করেছে তার ভক্তদের।