আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে পেজার বিস্ফোরণে ১২ জনের মৃত্যুর ঘটনার এক দিন পার না হতেই এবার ওয়াকিটকি বিস্ফোরণের প্রাণ গেলো অন্তত নয়জনের।
দেশটির বিভিন্ন জায়গায় বহু ওয়াকিটকি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিস্ফোরণে দেশজুড়ে তিন শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন, সাধারণ মানুষ এখন কাউকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে আতঙ্কিত হয়ে উঠছে। জেরা করছে তাদের।
দক্ষিণ লেবাননের সিদন শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেই ধোয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধের নতুন পর্ব শুরু করেছে তার দেশ। ইসরায়েলের একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় এ মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার লেবাননে পেজার (যোগাযোগের যন্ত্র) বিস্ফোরণে অন্তত ১২ জন মারা যান এবং হাজার হাজার মানুষ আহত হন।
সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করে।
তবে ইসরায়েলি ও মার্কিন সূত্র সংবাদমাধ্যম অ্যাক্সিয়স ও আল-মনিটরকে বলেছে যে হেজবুল্লায় এই পরিকল্পনা সম্পর্কে জেনে গেছে, এমন আশঙ্কার পরপরই বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয়।
হেজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
যদিও পেজার বিস্ফোরণ নিয়ে ইসরায়েলের তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
পেজারগুলোর নির্মাতা হিসেবে গোল্ড অ্যাপোলো কোম্পানি লিমিটেড নামে তাইওয়ানভিত্তিক একটি প্রতিষ্ঠানের নাম সামনে আসে।
কিন্তু গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা সু চিং-কুয়াং বিস্ফোরণের সঙ্গে কোনোরকমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ নাকচ করেছেন।
গতকালের বিস্ফোরণে আহতদের মধ্যে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও আছেন। তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
লেবাননে ওই ঘটনা ঘটার সময়ে যারা উপস্থিত ছিল, তারা বিবিসির কাছে পুরো বিষয়টিকে “ভয়ানক” হিসাবে বর্ণনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।