বিনোদন ডেস্ক : বর্তমান শিল্পী সমিতির বিরুদ্ধে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দায়ের করা রিট নিয়ে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেছেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা।
আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকেই কাজ করার। আমরা ঝামেলা চাই না।’ গত ১৯ এপ্রিল হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল।
ফল ঘোষণার পরপরই পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার জানিয়েছিলেন শুভেচ্ছাও। গলায় মালা পরিয়ে দুজনকেই শুভ কামনা জানান নিপুণ। এর প্রায় এক মাস পর ১৫ মে আদালতে রিট করেছেন নিপুণ। তার দাবি, নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে কথা বলতেই আজ (১৬ মে) সংবাদ সম্মেলন করে বর্তমান নির্বাচিত কমিটি। এ সময় ওপরের কথাগুলো বলেন তিনি। এদিকে এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলেছেন নিপুণ। তার এমন কথার জবাবে ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না।
কারণ ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’ অন্যদিকে নির্বাচন নিয়ে নিপুণের আইনি পদক্ষেপ আইনগতভাবেই মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে এই প্যানেল। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সময়ে জায়েদ খানসহ বাতিল হওয়া ১০৩ জন ভোটারের সদস্য পদও ফিরিয়ে দেওয়ার পক্ষে কমিটির বেশির ভাগ সদস্য।
বিষয়টি নিয়ে ডিপজলের ভাষ্য, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি এখনো বলছি, যারা এক দিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্য পদ ফিরে পাবে। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্য পদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সবাইকে সে কথাই ভাবতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।