বিনোদন ডেস্ক : একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করেছেন নিপুণ আক্তার ও মামুনুন ইমন, চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রমও। শুধু তাই নয়, একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ নামের দুটি সিনেমায়।
এবার তাদের একসঙ্গে পাওয়া গেল নরসিংদীতে। জানালেন, আজ শনিবার সারাদিন সেখানেই থাকবেন। ইমনের ভাষ্য, ‘আবারও একসঙ্গে কাজ করছি। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে আমাদের। সারাদিন এর শুটিং হবে।’
জানা গেছে, তেলের একটি বিজ্ঞাপনে তাদের দেখা যাবে। যা পরিচালনা করছেন বাপি সাহা।
ইমন জানান, শুটিং হাউজটি নরসিংদীতে। সেখানেই এর দৃশ্যধারণের আয়োজন করা হয়েছে। সেটি শেষ করেই ঢাকায় ফিরবেন নিপুণ ও ইমন।
এর আগে, এই দুই শিল্পীকে একটি শপিংমলের বিজ্ঞাপনের দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।