বিনোদন ডেস্ক : আগামী ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। যদি আগামী ১৯ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে নতুন এই তারিখ ঘিরে অভিযোগ রয়েছে, কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই ২৭ তারিখ নির্ধারণ করে তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনারের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু।
এদিকে, গত বৃহস্পতিবার এফডিসিতে এক ইফতার মাহফিলে অংশ নেন একসময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা।
সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমার অনেক সফল ছবির জুটি ইলিয়াস কাঞ্চন ও একজন জুনিয়র নায়িকা নিপুণ আমার এবং রুবেলের মতো একজন শক্তিশালী নায়কের সদস্যপদ থেকে বরখাস্ত করবে, আমি ভাবতেই পারছি না। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কিছু বলতে পারছি না। আমি সরি, সরি, সরি। ’
সুচরিতার এমন অভিযোগের পর শনিবার সন্ধ্যায় মুখ কোলেন নিপুণ। বলেন, ‘ আমরা সুচরিতা আপা, রুবেল ভাইয়ের সদস্যপদ বাতিল করব কেন? কোথায় বাতিল করলাম, জানি না তো। তাঁরা তো একটি প্যানেলের হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বাতিল করলে তা কীভাবে সম্ভব? সুচরিতা আপা কী বলছেন, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ’
গত বৃহস্পতিবার তাঁকে নিয়ে সুচরিতার বক্তব্যের পর নিপুণ আরও বলেন, ‘এর আগেও কয়েকবার সুচরিতা আপা আমাকে জুনিয়র নায়িকা, জুনিয়র নায়িকা বলে তাচ্ছিল্য করে কথা বলেছেন। গত পরশু দিনও একইভাবে বললেন। আমি তো তাঁর অনেক জুনিয়রই। এটি নিয়ে বারবার বলার কী আছে? আর জুনিয়ররা তাঁকে কোনো দিন তো অসম্মান করেনি, করবেও না। ’
এই নায়িকার কথা, ‘তিনি খালি জুনিয়র নায়িকা বলে বলে কথা বলেন। তিনি সমিতির এই জায়গায় এলেই তো পারেন। সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করে দায়িত্ব নিন, আমি নিজেই সরে যাব। এটি আমি সত্যিই মন থেকে চাই। সুচরিতা আপার মতো মানুষ এই জায়গায় এলে সমিতির জন্যই ভালো। ’
প্রসঙ্গত, শিল্পী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সভাপতি প্রার্থী হচ্ছেন না তিনি। শোনা যাচ্ছে কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তবে বিষয়টি উড়িয়ে দলেন নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।