টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আপাতত কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইনে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরা হলে আইসিসি জানিয়েছে, তাদের কাছে এখনো বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো কার্যকর হুমকির তথ্য নেই। খবর ক্রিকবাজের।

এর আগে ৪ জানুয়ারি বিসিবি জরুরি সভার পর আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, যাতে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাই নিরাপদে টুর্নামেন্টে অংশ নিতে পারে এবং বাংলাদেশ দল ভারতের বাইরে ম্যাচ খেলতে পারে।
তবে মঙ্গলবারের বৈঠকের পরও দুই পক্ষের অবস্থানে মিল দেখা যায়নি। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যে বিসিবিকে জানানো হবে।
বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে।
সূত্র: ক্রিকবাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


