বিনোদন ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না সালমান খানের। একের পর এক হুমকি-ধমকিতে দিশাহারা এই অভিনেতা। গত বছর সালমান খানের বাড়িতে হামলার ঘটনার পর থেকেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। সেই ঘটনার পর হুমকি চলতে থাকে একের পর এক।
এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে খুন করা হয় ভারতের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে। আর সেই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অনুসারীরা। এর পর থেকেই সতর্ক সালমান। সরকারের পক্ষ থেকেও কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অভিনেতাকে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, নতুন বছরে নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তার বেষ্টনীও জোরদার করতে দেখা গেল সালমান খানের। রবিবার (৫ জানুয়ারি) দেখা যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নতুন করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ চলছে। বাড়ির বারান্দা এবং জানালায় কাজ চলতে দেখা যায় এদিন। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোই যে লাগাতার ভাইজান এবং তাঁর পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে, তার জন্যই নিরাপত্তা বাড়ানোর জন্য এই রেনোভেশনের কাজ চলছে।
টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গ্যালাক্সির বারান্দার গঠন পাল্টানো হচ্ছে। জানালাকে আরো নিশ্ছিদ্র করা হচ্ছে। সালমান খানের অনুরাগীদের কাছে এই বারান্দা দারুণ জনপ্রিয়। সেখানে এসেই তিনি তার ভক্তদের উদ্দেশে হাত নাড়েন।
জানা গেছে, সালমানের বাড়ির ঠিক উল্টো দিকে আর ভিড় জমতে দেওয়া হবে না। এ ছাড়া বাড়ির সামনে কড়া নিরাপত্তা বহাল থাকবে। আগের মতো সালমান খানকে হয়তো বাড়ির বারান্দায় খুব একটা দেখাও যাবে না।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান। লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাংয়ের আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাড়িতে হামলাও চালিয়েছে। আর সর্বশেষ সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকিকে।
যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ভারতে। গত বছরের ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এর পর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরই মধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।