চীনের গুইঝৌ প্রদেশের কিয়ানলিং মাউন্টেন পার্কে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। শতাধিক বছরের পুরোনো এই পার্কটির পাহাড়ি দৃশ্য আর বন্যপ্রাণীদের দেখতে গিয়েছিলেন পাকিস্তানের এক দম্পতি। তাদের সঙ্গে ছিলো দুই সন্তান। দম্পতি বুঝতে পারেন, সন্তানদের নিয়ে পার্কটি ঘুরে দেখা প্রায় অসম্ভব! এরপরে তারা পার্কের নিরপত্তাকর্মীর কাছে সন্তানদের রেখে পার্কটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেন।

পার্কের নিরাপত্তারক্ষী চেন দাইইং জিমু নিউজ–কে জানান, দম্পতিটি খুব বেশি চীনা ভাষা জানতেন না। অল্প কথাবার্তার পর তারা কোনো যোগাযোগের তথ্য না দিয়েই চলে যান। শিশু দুইটি প্রায় পাঁচ মাস বয়সী।বাবা মা চলে যাওয়ার পরেই তারা কাঁদতে শুরু করে। এরপর আশপাশের লোকজন জড়ো হন। এবং মুহূর্তে পরিবেশ পাল্টে যায়। এক একজন দর্শনার্থী এক একটি দায়িত্ব নেন। কেউ শিশুদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন আবার কেউ ডায়াপার পরিবর্তান করে দেন। এরপর শিশুদের কান্না থেমে যায়।
প্রায় এক ঘণ্টা পর দম্পতি ফিরে আসেন। তারা চীনা ভাষায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সন্তানদের নিয়ে চলে যায়।
নিরাপত্তারক্ষী চেন বলেন, ‘‘ তরুণ দম্পতিটি নিশ্চিন্তে পার্ক ঘুরে দেখতে চেয়েছিল বলেই সাহায্য চেয়েছিল। আর তিনি খুশি মনেই তাদের সহায়তা করেছেন। তিনি আরও যোগ করেন, শিশুগুলো দেখতে ছিল ছোট পুতুলের মতো। ওদের নিরাপত্তা নিশ্চত করাই ছিলো আমার সবচেয়ে বড় দায়িত্ব।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


