নির্বাচনে জামানত হারিয়ে শুটিংয়ে ফিরলেন চিকন আলী

চিকন আলী নব

বিনোদন ডেস্ক : অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। তিনি নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন। এই কৌতুক অভিনেতা মাত্র এক হাজার ৭০১ ভোট পেয়েছেন।

চিকন আলী নব

এই আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী এক লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট।

এ ছাড়াও মাহবুব-উল মান্নাফ কাঁচি প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৩১ ভোট, মাহফুজা আকরাম চৌধুরী (ঈগল) ১২ হাজার ৭৮৬ ভোট, মাসুদ রানা (লাঙ্গল) তিন হাজার ৪৪১ ভোট, শামিনুর রহমার ওরফে চিকন আলী (কেটলি) এক হাজার ৭০১ ভোট, সোহেল কবির (সোনালী আঁশ) পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল চার লাখ ২০ হাজার ৯০৬ জন। ভোট পড়ে দুই লাখ ২৫ হাজার ৬৭৭। তাই পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

কী দিয়ে আপ্যায়ন করা হবে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

এদিকে নির্বাচনে পরাজিত হয়েই চিকন আলি শুটিংয়ে ফিরেছেন। তার ফেসবুক হ্যান্ডেলে দেখা যায় তিনি নির্বাচনের পরদিন থেকেই শুটিং শুরু করেছেন নিজ এলাকায়। চিকন আলী চলচ্চিত্রের পাশাপাশি নিজের ফেসবুক পেজ ও ইউটিউবের জন্যও কনটেন্ট বানান।