প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচনের সময়সীমা নিয়ে এখনো অবগত নয় নির্বাচন কমিশন। অতীতের রাতের ভোট বা জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তাই ৯১,৯৬,২০০১ এর মতো সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কাজ করতে ভোটের অংশীজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরএফইডির ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশে সিইসি বলেন, ‘মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে। ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ। আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব।’
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। মাত্র অর্ধেক পথ পাড়ি দেওয়া গেছে। যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন, সেদিন ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দিতে হবে। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করবে।’
এদিকে আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং–এর সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেন, ‘গত তিন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলে বৈধতা দিয়েছে—এমন বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না।’
সিইসি বলেন, ‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আগত নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেবেন। তবে, যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে অন্ধভাবে ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।’
এ এম এম নাসির উদ্দিন জানান, কানাডার হাইকমিশনার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন তাঁর কাছে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রস্তুতির তথ্য উপস্থাপন করেছে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা : শুরু ২৪ জুলাই, পিএসসির ৪ জরুরি নির্দেশনা
সিইসি বলেন, ‘কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। এ বিষয়ে তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।