নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না : রিজভী

Ruhul Kabir Rizvi

জুমবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।

Ruhul Kabir Rizvi

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

এ সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ারও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।