আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে কোনোভাবেই প্রার্থী হবেন না তিনি।

রবিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় হিরো আলম এসব তথ্য জানান।
হিরো আলম বলেন, তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তার প্রতি সম্মান রেখেই আমি বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না।
তিনি জানান, অতীতে তিনি বগুড়া-৪ এবং বগুড়া-৬ সদর—উভয় আসন থেকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সে সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট কারচুপি ও সিল মারার অভিযোগ তুলে তিনি বলেন, “আমি প্রার্থী হওয়ার কারণে সেসময় ভোট চুরির ঘটনা গোটা বিশ্ব দেখেছে।” হিরো আলম দাবি করেন, বগুড়া-৪ আসনের ভোটাররা আজও জানেন তিনিই প্রকৃতপক্ষে নির্বাচিত ছিলেন। বলেন, দল-মত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠাতে একজোট ছিল। সুযোগ পেলে সংসদে ঝড় তুলতাম। কিন্তু ড্যামি ভোট আর ষড়যন্ত্র করে আমাকে পরাজিত দেখানো হয়েছিল।
তিনি আরও বলেন, পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করার কারণে তার ওপর একাধিকবার হামলা চালানো হয়েছিল এবং ভোটের ফলাফল কেড়ে নেওয়া হয়েছিল, যার সাক্ষী দেশবাসী ও আন্তর্জাতিক মহল।
আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হিরো আলম বলেন, আমি বগুড়া-৪ আসনে এবারও প্রার্থী হতে চাই। প্রিয় ভোটার ও সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বিপরীতে বগুড়া-৬ আসন থেকে হিরো আলম লড়বেন বলে গুজব ছাড়ানো হচ্ছে বলে দাবী করেন হিরো আলম। তিনি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দয়া করে কেউ গুজব ছড়াবেন না। তারেক রহমানের আসনে হিরো আলম নির্বাচন করছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা।
তিনি নিজেকে ‘জনগণের প্রার্থী’ উল্লেখ করে বগুড়া-৪ আসনের ভোটারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



