আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ দুটি রাজনৈতিক দল কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার প্রশাসনিক কৌশল ব্যবহার করে ওই দুটি রাজনৈতিক দলকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি, শাহজাহানপুরে নিজ বাসভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু উপলক্ষে আয়োজিত এক ঘোষণামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, নির্বাচনের দিন প্রতিটি পোলিং সেন্টারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপকর্ম করতে না পারে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভোটকেন্দ্রে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মির্জা আব্বাস আরও দাবি করেন, আওয়ামী লীগের কিছু লোক বর্তমানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে প্রবেশ করছে, যেন তারা ঐ দলকে বিজয়ী করতে পারে। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


