নির্বাচন করতে চান সংগীতশিল্পী নকুল কুমার

নকুল

বিনোদন ডেস্ক : ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল নিজেই।

নকুল

তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন মানুষের কাছে। তবে কোন দলের প্রার্থী হবেন, তা এখনও নিশ্চিত করেননি এই শিল্পী।

পৃথিবীর একমাত্র সাপ এটি, যারা নিজেরা বাসা বানিয়ে থাকে

নকুল জানান, তার পূর্বসূরী হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)। এদিকে মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও।