জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সন্ধ্যা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা নিজেই তাঁর দলকে হত্যা করেছে। মাঠে এখন আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয়, তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন যে সরকার চলছে, সেটি কারও নির্বাচিত সরকার নয়। এই দেশে প্রমাণিত হয়েছে, জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর দ্বিতীয়তে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সে কারণে তাদের নেত্রী পালিয়ে গিয়েছেন।’
আজ সোমবার সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘ছাত্র–জনতা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যেন এই সরকার জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারে। আর জনগণের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব, এ দেশের মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন করা। এই সরকারের উচিত যত শিগগির সম্ভব বিদায় নেওয়া। যদি এমন হয়, এই সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে। জনগণও রক্ষা পাবে, মুক্তি পাবে।’
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘এই সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ নানাভাবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছেন। তাঁদের কেউ কেউ দাবি করছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। আর জনগণের দাবি জাতীয় সংসদ নির্বাচন। যাঁরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করেন, তাঁদের বলতে চাই, স্থানীয় সরকারের কাজটা কী? এলাকার উন্নয়নের কাজ করে। ইউনিয়নের উন্নয়নে কাজ করে এবং অন্যান্য কাজকর্ম করে। মেম্বার হন কারা, যাঁরা ওয়ার্ডের নেতা, তাঁরা। তাঁদের দায়িত্ব কিন্তু জাতীয় কোনো দায়িত্ব নয়। সংসদ নির্বাচনের মধ্যে কী থাকে, দেশের উন্নয়ন, দেশের অর্থনীতি কেমন হবে, এগুলো থাকে। যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হন, তাঁরা এই কাজগুলো করেন। নির্বাচিত সেই সরকার যে বাজেট করে, অর্থ বরাদ্দ দেয়, স্থানীয় সরকার সেগুলো দিয়ে কাজ করে। তাই বুঝতে হবে কোন নির্বাচনের গুরুত্ব বেশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।