ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোটের মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলকে ব্রিফিং দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনির বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। আমি নিরাপত্তার এই সমস্যার মধ্যেও মাঠে কাজ করে যাব।”
তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত ও এনসিপির জোট বিএনপির জোটের তুলনায় অনেকখানি এগিয়ে আছে।
নাহিদ বলেন, “ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের আত্মবিশ্বাস নেই। কিছু বিশেষ দল সুবিধা পাচ্ছে এমন ইঙ্গিত আমরা দেখছি।
ঋণ খেলাপি থাকা অনেক প্রার্থী বৈধ ঘোষণা পেয়েছেন এবং বিভিন্নভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। আশা করি নির্বাচন কমিশন এর বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


