ঢাকা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, প্রার্থীদের পক্ষ থেকে উত্থাপিত সব অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা হবে। একই সঙ্গে তিনি সব প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।
নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি নিরাপত্তাজনিত ঝুঁকি বা অন্য কোনো সমস্যার মুখে পড়েন, তাহলে তা প্রশাসনকে অবহিত করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিটাল প্রচারণা নিয়ে সতর্কবার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যেন কোনো গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা হয়রানিমূলক কনটেন্ট ছড়ানো না হয়—এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সংবেদনশীল হতে হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণের আগে ও পরবর্তী সময়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে ভোটার ও প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারেন। এ লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রার্থী সুষ্ঠু নির্বাচন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, অতীতের কয়েকটি নির্বাচনে প্রার্থী ও ভোটাররা সমান সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই এবারের নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পুলিশের সব স্তরের সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। কোথাও পুলিশের সহযোগিতা না পাওয়া গেলে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রতীক বরাদ্দকে ঘিরে সকাল থেকেই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠান শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


