বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। জনগণের ব্যাপক সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যেখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হবে দেশের সাধারণ মানুষ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। ভোট আপনার, সিদ্ধান্তও আপনার—যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এতে করেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কখনো গুমের ঘটনা না ঘটে, কোনো মা যেন সন্তানের জন্য হাহাকার না করেন—এমন একটি রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার দর্শন যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে মানুষ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। একইভাবে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যেটা পছন্দ করবে, সেটাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল ধর্মের অপব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে এবং ভোট দিলে জান্নাত পাওয়ার প্রলোভন দেখাচ্ছে—এ ধরনের প্রতারণা থেকে জনগণকে সাবধান থাকতে হবে।
নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি গত ৩৫ বছর ধরে জনগণের সঙ্গে রাজনীতির মাঠে আছেন। ২০০৮ সালে কারাবন্দি থাকায় নির্বাচনে অংশ নিতে না পারলেও তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এজন্য তিনি আজীবন জনগণের কাছে কৃতজ্ঞ বলে জানান।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গিয়ে তার জীবনও ঝুঁকির মুখে পড়েছিল। একসময় দেশে মুক্তভাবে কথা বলার সুযোগ ছিল না, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই অচল অবস্থা থেকে দেশকে বের করে আনতেই বিএনপির এই লড়াই।
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


