আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আর সে লক্ষ্যে পিছু হটার সুযোগ নেই। সুষ্ঠু ভোট আয়োজন করতে ব্যর্থ হলে দায় শুধু নির্বাচন কমিশনের নয়, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সমানভাবে জবাবদিহির আওতায় আসবেন।”
তিনি আরো বলেন, “জীবনের ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অনিয়ম বা কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন হতে যাচ্ছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। সব প্রতিকূলতা ও চাপ মোকাবিলা করেই আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এতে ব্যর্থতার কোনো সুযোগ নেই।”
তিনি সব স্তরের নির্বাচনি কর্মকর্তাদের সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।