ভোট দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ না করলে সেই ভোট বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট করে বলেন, ভোটের সততা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একই সময় গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। কারণ প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে। বিশেষ করে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট গণনার সময় ভোটগ্রহণকারী এজেন্টদের সামনে প্রতীক যাচাই করে নিশ্চিত হতে হবে ভোটটি কোথায় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য। যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
ইসি বলেন, অনেক সময় দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়। তবে নিজের ভোটারকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে আসায় কোনো বাধা নেই। নির্বাচন চলাকালে কেউ যেন কাউকে ভোট দিতে বাধা দিতে না পারে—এটা প্রশাসনকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আবারও সতর্ক করে বলেন, কেউ যদি নির্ধারিত নিয়ম অনুসরণ না করে ভোট দেন, তাহলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা সম্পর্কে তিনি জানান, প্রবাস ও দেশের ভেতরের পোস্টাল ব্যালট আলাদাভাবে সংগ্রহ করা হবে। প্রবাস থেকে পাঠানো ব্যালট ডাক বিভাগ সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেবে। আর দেশের ভেতরের পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ এবং গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


