Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (২২ অক্টোবর) বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটদের কোনো ধরণের চাপের কাছে মাথা নত করতে হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে নত হবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা দেবে। তিনি সতর্ক করেন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।
আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবে দেশের বর্তমান পরিস্থিতি ভূয়ো বলে মন্তব্য করে সিইসি বলেন, পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার মানসিকতা রাখারও পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি বললেন, ভোট বাক্স দখল করে মাঠে গেলে চলবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



