বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলায় পরিবারের ভেতরে ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য তৈরি করা হতো। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন তিনি।
কঙ্গনার ভাষায়, পরিবারের মধ্যে পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণা এমনভাবে প্রভাব ফেলেছিল যে, ভাইবোনদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। মেয়েদের ছোট করে দেখা, ব্যঙ্গ করা কিংবা আলাদা করে রাখা ছিল স্বাভাবিক ব্যাপার। অভিনেত্রী বলেন, “এখন আমার বাবা-মা এসব বিষয় মনে করলে বেশ অস্বস্তি বোধ করেন। কিন্তু সেই সময়ে পরিবারের মেয়েদের নিয়ে অনেক ভুল ধারণা ছিল।”
তিনি আরও জানান, ছোটবেলায় পুতুল খেলার জন্য তাঁর মায়ের বকুনি খেতে হয়েছিল। সেই সময় পুতুল খেলা নিয়ে পরিবারের মধ্যে নানা ভুল ধারণা তৈরি হয়েছিল। কঙ্গনার মতে, এসব পারিবারিক কুসংস্কার অনেক সময় সন্তানদের মনে কষ্টের দাগ কাটে।
বর্তমানে কঙ্গনা রনৌত শুধু অভিনেত্রী নন, তিনি রাজনীতিতেও সক্রিয়। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ইমার্জেন্সি’, যেখানে তিনি নিজেই অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন। এছাড়া এখন তিনি ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।