নিরহুয়া এবং অঞ্জনা সিংয়ের উদ্দাম রোমান্সের ভিডিও ভাইরাল

নিরহুয়া এবং অঞ্জনা সিং

বিনোদন ডেস্ক : ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে।

নিরহুয়া এবং অঞ্জনা সিং

সম্প্রতি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠেছে তার একটি ছবি জিগরের একটি ভিডিও ব্যাপক জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ক্লিপে আমরা নীরাহুয়া এবং অভিনেত্রী অঞ্জনা সিংকে দেখতে পাচ্ছি রোম্যান্টিক মোমেন্টে।

YouTube video player

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অঞ্জনা সিং একটি শপিং মলে নিজের জন্য ড্রেস কিনছেন। সেই সময় সেই শপিং মলে অঞ্জনা কে খুঁজতে খুঁজতে হাজির হলেন আমাদের সুপারস্টার নিরাহুয়া। কিছুক্ষণ পরেই নিরহুয়ার নজর পড়ল অঞ্জনার ওপরে। তিনি তাকে লিফটের মধ্যে থেকে খুঁজে পেলেন।

সারা ও জাহ্নবীদের রেশমের মতো চুলের রহস্য

তারপর নিরহুয়া ধীরে ধীরে অঞ্জনার দিকে এগোতে থাকেন এবং তিনি লিফটের মধ্যে অঞ্জনাকে জড়িয়ে ধরলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।