বিনোদন ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আবদুর রব আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুক্রবার বেলা ১১টার দিকে নন্দিত এ নির্মাতার বাবা ইন্তেকাল করেছেন।
আরেক নির্মাতা মোস্তফা কামাল রাজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে রাজ লিখেছেন, ‘বস মোস্তফা সরয়ার ফারুকীর আব্বা একটু আগে ইন্তেকাল করেছেন।
ফারুকী দেশের অন্যতম সেরা নির্মাতা হিসেবে পরিচিত। বাংলা নাটক ও সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার হাত ধরে।
জনপ্রিয় এই নির্মাতার পিতৃবিয়োগে শোকাহত সিনে অঙ্গন। রাজের পোস্টে শোবিজ জগতের অনেকেই শোকার্ত মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা আহসান কবির, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, গায়িকা লোপা হোসেন, নির্মাতা-অভিনেতা কচি খন্দকারসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।