বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা নিরব হোসেন ও পূজা চেরি। ‘ক্যাশ’ শিরোনামের একটি সিনেমায় তারা চুক্তিবদ্ধ হলেও এখনো শুটিং ফ্লোরে যায়নি সেটি। তবে সিনেমাটির লাইট-ক্যামেরা অন হবে, তা অনিশ্চিত। তারই মাঝে বর এবং বউয়ের সাজে ধরা দিলেন নিরব-পূজা।
হঠাৎ কেন এমন সাজে দুই তারকা? ঘটনা হলো- আসন্ন সারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুরু হচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ’-এর দিদি ও দাদা-২০২২’। দেশের স্বনামধন্য পোশাক ব্যান্ড বিশ্বরঙের এই আয়োজনে মডেল হয়ে একসঙ্গে কাজ করেছেন নিরব ও পূজা। সম্প্রতি তারা সেটিরই ফটোশুটে অংশ নেন।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে বহুবার বিশ্বরঙের মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে পূজার সঙ্গে এটাই প্রথমবার। ভালো লাগছে।’
পূজা চেরি বলেন, ‘বিশ্বরঙ আমার পছন্দের একটি ব্র্যান্ড। বিপ্লব সাহা দাদার কাছ থেকে সবসময় আদর স্নেহ পেয়েছি আমি। উনার প্রতিষ্ঠানের মডেল হতে গিয়ে নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাটা দারুণ।’
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে প্রতিভার সাক্ষর রাখছেন। তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। সেই ধারাবাহিকতায় আরও একবার আয়োজনটি নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।
বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, ছয় বছর সফলভাবে এই আয়োজনের পর এবার সপ্তম বার ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি ও দাদা’ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এতে দেশের যে কোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের ও ধর্মের মেয়ে ও ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।