আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। কোনো কারণ ছাড়াই এমন হত্যাকাণ্ড চালাচ্ছে বেনইয়ামিন নেতানিয়াহুর সেনারা। এমন চিত্র গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলিদের বর্বর হামলায় এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
আল জাজিরা বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তাদের লাইভ প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায়, একজন পুরুষ সমুদ্র সৈকত দিয়ে দৌড়াচ্ছেন। কিন্তু তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
শুধু ওই ব্যক্তিকেই নয়, আরও একজনকে একই কায়দায় হত্যা করে ইসরায়েলি সেনারা। এরপর বুলডোজার দিয়ে সৈকতের বালির মধ্যে দুজনের লাশ পুঁতে ফেলা হয়।
ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক বিশেষ প্রতিবেদক (র্যাপোর্টার) অধ্যাপক রিচার্ড ফক বলেছেন, ইসরায়েলিদের এই গুলির অর্থ হলো গাজায় ‘তাদের প্রতিদিনের নৃশংসতা অব্যাহত রাখার স্পষ্ট প্রমাণ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।