‘তোমার স্বামী মারা গেছে, এখন থেকে তুমি বিধবা’౼আট বছরের বাচ্চা একটি মেয়ে চুইয়্যা, যাকে বলা হচ্ছে কথাগুলো। অথচ মেয়েটিই জানেও না বিয়ের মানে কিংবা তাকে বিধবা বলার কারণ। এদিকে সাদা কাপড় পরিয়ে তাকে রেখে আসা হলো বিধবা আশ্রমে। এক ঘোরের মাঝে যেন আটকে আছে মেয়েটি, স্বামী বিয়োগের শোক তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। আশ্রমে অতিবাহিত বিধবাদের এক অভিশপ্ত জীবনের এমনই গল্প নিয়ে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়াটার’।
চুইয়্যা চরিত্রে অভিনয় করা মেয়েটির নাম সারলা। প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ানো শ্রীলঙ্কান মেয়ে সারলার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে অনেক সিনেদর্শককে। বোঝার কোনো সুযোগ নেই যে মেয়েটি এই প্রথম কোনো ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। সংলাপ বলার ধরনেও বোঝার কোনো উপায় নেই হিন্দি ভাষায় তার দক্ষতা হিমাঙ্কে।
সিনেমার অন্যতম মূল চরিত্র অভিনেত্রী লিসা রে’ও অভিনয়ে তার পারদর্শিতার প্রমাণ দেয়। শুধু গায়ের রঙে ভিনদেশি মনে হলেও বিধবার বেশভূষায় নিজেকে উপস্থাপন করেছেন একজন পরিপূর্ণ ভারতীয় হিসেবে। ধুতি কুর্তায় এমন সাদাসিধে নারায়ণ চরিত্রে জন আব্রাহামের অভিনয়ও ছিল দুর্দান্ত। নারীকেন্দ্রিক সিনেমা হওয়ায় খুব বেশি স্ক্রিনটাইম পাননি । আলাদাভাবে অভিনয়ে নজর কেড়েছেন গুরুভির ইয়াদাভ।
এদিকে সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটু হচ্ছে ‘ধর্মীয় গোঁড়ামি’। আর এই রোগে সংক্রমিত হয়ে আসছে যারা, তাদের নিয়ে পরিচালক দীপা মেহতার এ সিনেমা। যেখানে তিনি আট বছরের মেয়ে চুইয়্যার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে হিন্দুধর্মের অযৌক্তিক বিধিনিষেধ আর নিয়মকানুন হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের জীবিত লাশে পরিণত করেছে। গান্ধী ব্রিটিশদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করতে পারলেও পারেননি এক ভারতীয়র হাত থেকে আরেক ভারতীয়কে বাঁচাতে। যেখানে নারী অধিকার নিয়ে কাজ করে গেছেন, সেখানে পদদলিত হয়েছে বিধবা।
এ ছাড়া সিনেমাটি নিষিদ্ধ করেছিল ভারতীয় ধর্মগুরুরা। এমনকি সিনেমার শুটিংও তারা করতে দেয়নি ভারতে। কিন্তু দীপা মেহতা দমে যাওয়ার পাত্র নন। তিনি পুরো ইউনিট নিয়ে শ্রীলংকা শুটিং করেন। দীপা মেহতা তার নির্মাণশৈলী দিয়ে-ই শ্রীলংকাকে দেখিয়েছেন এক টুকরো বেনারস হিসেবে। এ সিনেমাটি পরে ২০০৭ সালে কাটছাঁট করে ভারতে মুক্তি দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।