ছোট পর্দায় বহুবার দর্শকের মন জিতেছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটি। এবার সেই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা যেতে পারে রূপালি পর্দায়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি বড় পরিসরের সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, আলোচিত নির্মাতা ভিকি জাহেদ এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই গণমাধ্যমের সামনে প্রকল্পটি প্রকাশ পেতে পারে।
নিশো ও মেহজাবীন ছোট পর্দায় একসঙ্গে কাজ করে যেসব নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা নেহাত কম নয়। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’—প্রতিটি কাজেই তারা অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছেন।
এর মধ্যে ‘পুনর্জন্ম’ সিরিজটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানার এই ধারাবাহিকটি ২০২১ সালে শুরু হয় এবং একাধিক কিস্তিতে প্রচারিত হয়ে প্রতিবারই দর্শকের ভিন্নরকম সাড়া পায়।
এই জুটিকে প্রথমবার একসঙ্গে বড় পরিসরে দেখা যায় চরকির সিনেমা ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন। নিশোর ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’ এবং মেহজাবীনের বিভিন্ন কাজ তাকে সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে দুজনই নিজ নিজ নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত। আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিরিজে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’, যদিও নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

