আন্তর্জাতিক ডেস্ক : পয়সাবহুল লোকেদের আলাদাই সমস্ত শখ থাকে। এই যেমন ধরুন দুবাইয়ের মিলিয়নিয়ারদের, তাদের শখ বাঘ পোষার। অনেকে নিজেদের আইফোনের ওপর আবার সোনার প্রলেপ দেন! কেও আবার সাপের চামড়ার জুতো পরতে ভালোবাসেন।
তালিকা লম্বা…. সারাবিশ্বের ধনীব্যক্তিদের রয়েছে বিবিধ শখ আহ্লাদ। ভারতীয়রাও তার ব্যতিক্রমী নন। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি নিজের বিলাসবহুল জীবন যাপনের জন্য বিখ্যাত, কিন্তু এবার তার হ্যান্ডব্যাগের তথ্য সামনে আসায় হা হয়ে গিয়েছেন অনেকে।
বহুদিন ধরে ভারতের ধনীতম ব্যক্তির শিরোপা ছিল মুকেশ আম্বানির কাছে। আর যার এত সম্পত্তি তিনি একটু বিলাসবহুল জীবন যাপন না করলে হয়নাকি! কিন্তু তার হাতব্যাগ নিয়ে যে তথ্য সামনে এসেছে তা শুনলে অবাক হতে বাধ্য আপনি।
নীতা আম্বানির হাতে থাকা ওই ব্যাগ তৈরি হয় কুমিরের চামড়া দিয়ে! আর তার দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার। হামেশাই নীতা আম্বানিকে দেখা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স-র জার্সি গায়ে মাঠে আসতে। তার বিলাসবহুল জীবনের কিছু কিছু অংশ ভাইরাল হতে থাকে ইন্টারনেট। এই এবার যেমন ব্যাগ এর দাম শুনে বিষম খেয়েছেন অনেক ভারতীয়।
জানা যাচ্ছে খোলা বাজারে নয়, তিনি ওই ব্যাগটি কেনেন ২০১৭ সালে ব্রিটেনে অনুষ্ঠিত এক নিলাম থেকে। ব্যাগটি রেকর্ড ২ কোটি ৬১ লক্ষ ৫০ হাজার টাকায় কিনে নেন নীতা আম্বানি। কী চমকে গেছেন তো? চমকানোর মতোই দাম একটি পুঁচকে ব্যাগের। আসলে ব্যাগে রয়েছে ১৮ কারাটের সোনা এবং ২৪০ টি হীরে। শুধু তাই না, ব্যগটির আবার পোশাকি নামও রয়েছে! সেটির নাম ‘হিমালয়ান বার্কিন ব্যাগ’।
অনেকেই হয়তো কুমিরের চামড়া দিয়ে ব্যাগ তৈরির কথা বলায় কিছুটা অবাকই হয়েছেন। এই ব্যাগের চামড়া এসেছে সুদূর আফ্রিকার নীলনদের কুমিরের চামড়া থেকে। আর ব্যাগের রং সাদা হওয়ায় এই ব্যাগের নাম রাখা হয়েছে হিমালয়ান। নিজের আভিজাত্যের কারণে লাইমলাইট কেড়ে নেয় এই ব্যাগটি। আসলে এই ব্যাগের নিলাম হয় বেশ কিছুদিন আগে, কে কিনেছিল জানা যায়নি তখন। পরে সেই ব্যগকে দেখা যায় আম্বানি পত্নীর হাতে!
যত কোটি টাকার মালিক সাইফ আলি খান, মাসিক ইনকাম শুনলে চমকে যাবেন
প্রসঙ্গত ব্যবসা তো বটেই, সেই সাথে ফ্যাশনের দুনিয়াতেও অবাধ বিচরণ রয়েছে নীতা আম্বনির। পরে যখন জানা যায় যে সেই নিলামে ব্যাগটি তিনি কিনে নেন তখন ফ্যাশন অভিজ্ঞ মহলে বেশ নাম কুড়োন তিনি। অনেকেই মুকেশ আম্বানির স্ত্রীর পছন্দ এবং শৌখিনতার বেশ প্রশংসা করেছেন। তবে নীতা আম্বানির এই সমস্ত মহামূল্যবান সামগ্রীর সংগ্রহ দেখলে ঈর্ষা জাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।