বিনোদন ডেস্ক : রাধিকা নিজের জন্য একটি পার্স ব্যবহার করেন যেটির বাজারমূল্য বর্তমানে ১৬ লক্ষ টাকা। মুকেশ আম্বানির পত্নী নিতা আম্বানিকে এই মুহূর্তে নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভারতের সবথেকে ধনী ব্যবসায়ীর পত্নী হওয়ার পাশাপাশি তিনি কিন্তু আইপিএলে সবথেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিনও বটে।
এছাড়াও আরো কিছু কোম্পানির সঙ্গে তিনি প্রধান হিসেবে জড়িত রয়েছেন। এই মুহূর্তে নিতা আম্বানি ভারতের সবথেকে বড় মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে আজকে তার ব্যাপারে কথা নয়, বরং কথা হবে নীতা আম্বানির হবু বউমার ব্যাপারে।
নীতা আম্বানির এই হবু বউ মা কিন্তু বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে তার থেকেও একধাপ উপরে চলেন। চলুন জেনে নেওয়া যাক কে তার এই বৌমা এবং তিনি কিরকম জীবনযাপন করতে পছন্দ করেন।
নিতা আম্বানি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে চর্চার মধ্যে রয়েছেন তার হবু বউমাকে নিয়ে। আসলে তার এই হবু বউ মা হলেন অনন্ত আম্বানির প্রেমিকা। তার নাম হলো রাধিকা এবং তিনি বিগত বেশ কয়েক বছর ধরে অনন্ত আম্বানির সঙ্গে সম্পর্কে রয়েছেন।
আনন্ত আম্বানি এবং রাধিকা দুজন একে অপরকে অত্যন্ত ভালোবাসেন এবং খুব শীঘ্রই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে শোনা গিয়েছে। আম্বানি পরিবারের মহিলাদের মতোই রাধিকা নিজেও বেশ দামি জিনিসের শখ রাখেন। তিনি বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পছন্দ করে থাকেন।
রাধিকা এই মুহূর্তে আম্বানি পরিবারের বউ হবার জন্য একেবারে প্রস্তুত। আম্বানি পরিবারের মহিলারা যে রকম ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন ঠিক সেরকম ভাবেই জীবন কাটাতে পছন্দ করে থাকেন রাধিকা। অনন্ত আম্বানিরও এই সমস্ত গুনগুলির জন্য রাধিকাকে বেশ পছন্দ বলে শোনা যায়। সৌন্দর্যের দিক থেকেও তিনি কারো থেকে কম যান না। তবে তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি চর্চার মধ্যে রয়েছেন তার একটি বিশেষ পার্সের জন্য।
কিছুদিন আগে রাধিকার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম তার হাতে রয়েছে একটি খুব দামী পার্স। জানা যায় রাধিকার এই পার্সের বাজার মূল্য এই মুহূর্তে প্রায় ১৬ লক্ষ টাকা এবং তিনি দারুণভাবে এই পার্স ব্যবহার করেন। এ থেকেই আপনি হয়তো বুঝে গিয়েছেন রাধিকা কিরকম ভাবে নিজের জীবন বিলাসবহুল ভাবে কাটাতে পছন্দ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।