বিনোদন ডেস্ক: যখনই ভারতে কোন ধনী ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করা হয় তখন সবার আগে নাম আসে মুকেশ আম্বানির। মুকেশ আম্বানি পরিবার বর্তমানে ভারতের সবথেকে ধনী পরিবার এবং এই মুহূর্তে সারা বিশ্বে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে এই পরিবার।
ব্যবসা দুনিয়ায় মুকেশ আম্বানিকে টেক্কা দেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম। তবে শুধুমাত্র তিনি একা নন, মাঝেমধ্যে তার রিলায়েন্স গ্রুপ এবং তার পরিবার এবং তার পরিবারের মানুষজন খবরের শিরোনামে উঠে আসেন। প্রধানত তাদের বিলাসবহুল জীবনযাপন এর জন্যই তারা খবরের শিরোনামে থাকেন।
এর মধ্যেই একটি নতুন খবর সামনে এসেছে যেখানে আমরা নীতা আম্বানির ব্যাপারে আলোচনা করছি। বলিউডের কোন অভিনেত্রীর থেকেও নীতা আম্বানির জনপ্রিয়তা বেশি। সৌন্দর্যের দিক থেকেও তিনি খুব একটা কম যান না। মুকেশ আম্বানির স্ত্রী নীতা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন এবং মাঝেমধ্যেই তাকেও মুকেশ আম্বানির মত খবরের শিরোনামে দেখা যায়।
বিশেষত, মুকেশ আম্বানির স্ত্রী কিন্তু লাইমলাইটে থাকতে অত্যন্ত পছন্দ করেন এবং বিষয়টা খুবই স্বাভাবিক ও বটে। তিনি প্রায় লক্ষাধিক টাকার ফোন ব্যবহার করেন এবং অত্যন্ত দামি চা পান করেন।
তবে এবারে তার নিজের কেনা চার্টার্ড ফ্লাইট এর ব্যাপারে জানা গিয়েছে। আমাদের জানিয়ে রাখি, মুকেশ আম্বানির স্ত্রী যে বিশেষ চাটার্ড ফ্লাইট ব্যবহার করেন তার মূল্য ২৫০ কোটি টাকার কাছাকাছি। আসলে, মুকেশ আম্বানির স্ত্রী নীতা যে বিশেষ চাটার্ড ফ্লাইট ব্যবহার করেন সেটি ২০০৭ সালে তার স্বামী মুকেশ আম্বানি তার ৪৪ তম জন্ম দিবসের দিন উপহার হিসাবে দিয়েছিলেন। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বলা যাচ্ছে, এই এয়ারবেস ৩১৯ ফ্লাইট এর মূল্য মোটামুটি ২৪২ কোটি টাকা।
আপনারা জেনে আশ্চর্য হবেন, এই বিশেষ ফ্লাইটে কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকছে। পার্টি এরিয়া, লাইভ বার, জাকুজি সহ সমস্ত ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে এই ফ্লাইটে। অর্থাৎ, সব মিলিয়ে যদি আপনি এই বিমানটিকে উড়ন্ত মহল হিসাবেও ব্যাখ্যা করেন তাহলে ভুল হবেনা।
এমনকি, এই ফ্লাইটে বসে কিন্তু খুবই সহজে হাইলেভেল মিটিং পর্যন্ত করা যাবে। যে কোন বিজনেস ডিল, যেকোনো ধরনের মিটিং, যে কোন পার্টি, সব কিছুই করা যাবে এই বিশেষ বিমানে। এখান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, নীতা আম্বানির জীবন যাপন ঠিক কতটা বিলাসবহুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।