কোটিপতি হওয়ার আগে মাত্র ৮০০ টাকার বিনিময়ে যে কাজ করতেন নীতা আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি’র স্ত্রী তিনি। সুন্দরী, স্টাইলিশ, শিক্ষিতা নীতা আম্বানি অনেকের কাছে আইকন। ভারতের অন্যতম সফল মহিলা হলেন নীতা (Nita Ambani)।

বর্তমানে, তিনি তিনি রিলায়েন্স ফাউন্ডেশন, ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক। ১৯৮৫ সালে মুকেশ আম্বানিকে বিয়ে করেন।

বর্তমানে, এই সুপার ওম্যানকে নিয়ে চর্চার শেষ নেই। কেউ বলেন তিনি সোনার কাপে চা পান করেন, কেউ বলেন তার জলের বোতল সোনার তৈরি। নানান কথা উঠে এলেও বাস্তবে তিনি একজন সফল ব্যবসায়ী। কিন্তু, আপনি কি জানেন এই সফল সুন্দরী বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী একটা সময় মাত্র ৮০০ টাকার বিনিময়ে ছাত্র পড়াতেন?

হ্যাঁ, নীতা ভরতনাট্যম নাচতে খুব ভালোবাসতেন। তার শখ ছিল বাচ্চাদের পড়ানোর। তাই নাচের পাশাপাশি তিনি একটি স্কুলে পড়াতেন। ‘St. Flower Nursery’ নামক একটি স্কুলে মাসিক ৮০০ টাকা বেতনে পড়াতেন। শুধু মাত্র বাচ্চাদের সঙ্গে থাকতে এবং তাদের পড়াতে পছন্দ করতেন বলেই তিনি নার্সারি স্কুল জয়েন করেন।

অন্ধকারে নকল লি ঙ্গ লাগিয়ে যৌ ন মিলনের অভিযোগে আদালতের দ্বারস্থ ৩ তরুণী