আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে মুকেশ আম্বানি একজন। তিনি যতটা সহজ সরল লাইফস্টাইল লিড করেন ঠিক তার বিপরীতমুখী তার গৃহিণী নীতা আম্বানি (Nita Ambani)। তিনি বিলাসবহুল জীবন যাপনের জন্য বিশেষ পরিচিত। শুধুমাত্র তার দৈনন্দিন জীবনযাপনের খরচই লক্ষাধিক টাকা। মাঝে মধ্যেই নীতা তার স্টাইল স্টেটমেন্টে গোটা নেট মাধ্যমে ঝড় তোলেন।
সাম্প্রতি তার এক বহুমূল্যের গ্রাউন পরা ছবি ভাইরাল হয়েছে। সেই ড্রেসের দামে নাকি গোটা বিশ্বই ঘোরা যাবে! কখনও কোটি টাকার হ্যান্ড ব্যাগ, আবার লক্ষাধিক টাকার শাড়ি, লিপস্টিক ব্যবহারের কথা শুনে প্রায় সকলেই চমকে উঠবেন।
প্রায় প্রতি বারই নিজের সাজগোজ দিয়ে চর্চায় থাকেন। তবে আবার সেই ঘটনাই ঘটেছে। আসলে কয়েক মাস আগেই মহানগরী মুম্বাইতে উদ্বোধন হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার।এই উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের প্রায় সকল সদস্যরা। এখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে ছিল নীতা আম্বানি ও তার পুত্রবধূ রাধিকা মার্চেন্ট।
তাদের পোশাক দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। নীতা পরেছিলেন বিদেশি ‘গুচি’ ব্র্যান্ডের একটি গাউন। এই সম্পূর্ণ গাউনটির রং ছিল হালকা সবুজ। যার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকারও বেশি। এছাড়াও উজ্জ্বল মেকআপের সঙ্গে অল্প আইলাইনার ও গোলাপি রঙের লিপস্টিকে ধরা দেন তিনি।
অন্যদিকে রাধিকার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টেড মিডি ড্রেস। এই ড্রেসটির দাম প্রায় ৫৮ হাজার টাকা। পোশাকের সঙ্গে হীরের ইয়ারিং ও পেনডেন্ট পরেছিলেন রাধিকা। তাদের পোশাক ও লুক নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের তুলনা করেছেন। যাইহোক সেদিন দুজনকেই অসম্ভব সুন্দর লাগছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।