বিনোদন ডেস্ক : বুধবার সকালে নিজের স্টুডিও থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের খ্যাতনামা শিল্প নির্দেশক নীতীন দেশাইকে। চারবারের জাতীয় পুরস্কার বিজয়ী নীতীনের আকষ্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। তার এমন মৃত্যুর পর সবার একই প্রশ্ন, কেন তিনি আত্মঘাতি হওয়ার সিদ্ধান্ত নিলেন?
নীতীনের ময়না তদন্ত করেন চার চিকিৎসক। পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নির্দেশকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় দড়ি দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার। যদিও চলছে আরও তদন্ত।
জানা গেছে, প্রবল আর্থিক চাপের মধ্যে ছিলেন নীতীন। তা সামলাতে না পেরে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন তার কাছের বন্ধু স্বজনরা।
মুম্বাই থেকে স্বল্প দূরে ২০০৫ সালে করজাতের ৫২ একর জমির উপর স্টুডিও বানিয়েছিলেন নীতীন। সেখানেই থাকতেন বেশীর ভাগ সময়। বলিউড ছাড়াও তিনি কাজ করতে মারাঠি সিনেমায়। এই দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।
তার তৈরি করা দুর্দান্ত সব সেট দেখা গিয়েছিল লগন, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, মুন্না ভাই এমবিবিএস, প্রেম রতন ধন পায়ো সহ বহু নামজাদা সিনেমায়। কাজ করেছেন বিধু বিনোদ চোপড়া, সঞ্জয় লীলা বানসালি, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকারের মতো পরিচালকদের সঙ্গে।
বিজেপি নেতা বিনোদ তাওরের ঘনিষ্ট বন্ধু ছিলেন নীতীন। তার মৃত্যুর পর বিনোদ জানান, ‘নীতীনের মাথায় ২৫২ কোটি রূপির ঋণের বোঝা ছিল। মৃত্যুর খবর শুনে ভীষণই খারাপ লাগছে। আমি ওর সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতাম, ওকে বোঝাতাম। আমি ওকে অমিতাভ বচ্চনের উদাহরণ দিতাম। বলতাম কীভাবে উনি নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। বলতাম, তোমার মাথায় স্টুডিও নিয়ে লোনের বোঝা থাকলে অন্য কিছু করো।’
নীতীনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের খ্যাতিমান তারকারাও। অভিনেতা অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ ছবির ট্রেলার বুধবার মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়। বুধবার বিকেলে অক্ষয় টুইটারে লেখেন, ‘নীতীন দেশাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি। উনি প্রোডাকশন ডিজাইনে একজন দৃঢ়চেতা মানুষ এবং আমাদের সিনেমার দুনিয়ায় সকলের কাছের একজন ছিলেন। উনি আমার বহু ছবিতে কাজ করেছেন… এটা একটা বিশাল ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (বুধবার) আমরা ওহ মাই গড ২-এর ট্রেলার প্রকাশ করছি না। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় ট্রেলার লঞ্চ করা হবে। ওম শান্তি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।