নিতম্ব দিয়ে ডিম ঢুকিয়ে সেটা আবার পারতে গিয়ে বিপদে মডেল

আসল ডিম

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেট জগতে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময়েই অদ্ভুত সব কাজ করতে দেখা যায় নেট-তারকাদের। কিন্তু তাই বলে ডিম পাড়া? এমনই কাণ্ড ঘটালেন কানাডার মডেল অ্যালিস আরভিং।

আসল ডিম

২৪ বছর বয়সী অ্যালিস প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে কাজ করেন। এক সহকর্মীর সঙ্গে মিলে ভক্তদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি।

তখন তার বন্ধু তাকে পরামর্শ দেন খরগোশ সাজার। গোটা বিষয়টিকে আরও বিচিত্র করতে তারা ঠিক করেন, খরগোশের মতো ডিম পাড়বেন তারা।

স্থানীয় একটি সংবাদসংস্থাকে অ্যালিস জানিয়েছেন, তিনি প্রাথমিক ভাবে ভেবেছিলেন নকল ডিম ব্যবহার করা হবে গোটা বিষয়টিতে। কিন্তু ভিডিয়ো তৈরির সময় তিনি দেখেন, সত্যিকারের মুরগির ডিম নিয়ে হাজির হয়েছেন তার বন্ধু।

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধনের উপায়

আসল ডিম দেখে ঘাবড়ে গেলেও চুক্তির কারণে গোটা বিষয়টি করতে বাধ্য হন তিনি। সেই ডিম দেহের ভিতর ঢুকিয়ে এক এক করে সেই ডিম পাড়ার ভিডিও করা হয়। এ ভাবে প্রায় ৬০টি ডিম পাড়তে হয় তাকে।