জুমবাংলা ডেস্ক : ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো এ আসনে বিজয়ী হলেন তিনি।
ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬ ভোট।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৫ হাজার ৫৬৯ ভোটে বিজয়ী হয়েছে নিক্সন চৌধুরী।
ফরিদপুরের আলোচিত এ আসনে শুরু থেকেই এগিয়ে ছিলেন ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী।
একমাত্র ফরিদপুর-১ আসন ছাড়া জেলার বাকি দুইটিতেও নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে স্বতন্ত্র যারা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।