Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পেশাগত জীবনে এক টাকার দুর্নীতি করিনি, বললেন ড. মতিউর রহমান
    জাতীয়

    পেশাগত জীবনে এক টাকার দুর্নীতি করিনি, বললেন ড. মতিউর রহমান

    জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : পেশাগত জীবনে অনেক ঝক্কি-ঝামেলা মোকাবিলা করেছেন ড. মতিউর রহমানের মুঠোফোনে। তবে তিন দশকের চাকরি জীবনে কখনো এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হননি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যালের প্রেসিডেন্ট ড. মতিউর রহমান।

    ঈদুল আজহায় ১৫ লাখ টাকার ছাগল নিয়ে ঘটা লঙ্কাকাণ্ডে স্যোশাল মিডিয়ায় তার সন্তানকে জড়িয়ে হাজারো আইডি থেকে নেতিবাচক নানা পোস্টে বাকরুদ্ধ বিসিএস (শুল্ক ও আবগারি) ১১তম ব্যাচের কর্মকর্তা ড. মতিউর রহমান।

    বংশ মর্যাদা সম্পন্ন গরুর পর ঢাকার সাদিক এগ্রোর ১৫ লাখ টাকা মূল্যের ছাগল নিয়ে ঈদের আগে বেশ চর্চা চলে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়। ধূসর বাদামি রঙের বিরল ‘বিটল’ প্রজাতির ছাগলটির ওজন ১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা ৬২ ইঞ্চি। বিরল প্রজাতির এই ছাগলটি বাংলাদেশে একটিই আছে এমন দাবি সাদেক এগ্ৰোর।

    সেই ছাগলের সাথে ছবি তুলে সেটি ১২ লাখ টাকায় কোরবানির জন্য কেনা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের উচ্ছ্বসিত হয়ে পোস্ট দেয়ার পর তা নিয়ে শুরু হয় আলোচনা, সমালোচনা। উচ্ছ্বসিত ভঙিতে ইফাত বলেছিলেন, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।

    সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে কেউ কেউ এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন আলোচিত ওই তরুণ, রাজস্ব কর্মকর্তা ড. মতিউর রহমানের ছেলে। তারপর থেকেই ড. মতিউর রহমানকে নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। তার পেশাগত জীবনের ব্যবচ্ছেদও শুরু হয় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়।

    সেখানে রাজস্ব বোর্ডের সদস্য ছাড়াও সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্বে থাকা ড. মতিউর রহমানের দুর্নীতি নিয়েও বিভিন্ন রকমের নেতিবাচক পোস্ট দিতে দেখা গেছে নেটিজেনদের। তবে ড. মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ভিন্ন তথ্য।

    তিনি এই বিষয়ে বিস্ময় জানিয়ে বলেন, এমন অপপ্রচার সত্যিই দুঃখজনক। আমি সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে বলেছেন, আলোচিত তরুণ প্রকৃতপক্ষে একটা টাউট। ১২ লাখ টাকায় ছাগলটি বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়। সেই তরুণ কেবলমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে ঈদের তিনদিনেও খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। ভাইরাল হওয়া ইফাতের ফেইসবুক প্রোফাইল লক পাওয়া গেছে। বন্ধ রয়েছে তার ব্যবহৃত ফোনটিও।

    ড. মতিউর রহমান আরও বলেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই। এমনকি এই নামে আমার কোনো আত্মীয় বা পরিচিতও নন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান। থাকে কানাডায়। আমার ছেলে অত্যন্ত ধার্মিক। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বিদেশে পড়াশোনা করে এসেছে। ১ লাখ ডলারের চাকরি ছেড়ে এখন আমাদের সঙ্গে বসুন্ধরায় থাকে। ওর মতো সহজ সরল নিভৃতচারী সন্তানকে নিয়ে এই অহেতুক অপপ্রচার আমাদের পীড়িত করেছে। ছেলের জন্য আমার কষ্ট হয়। তবে ওর ঈমানের জোর দেখে আমরাও হতবাক।

    “এসব অপপ্রচারে উল্টো আমাদের সান্ত্বনা দিয়ে বলেছে, যারা আমাদের বিরুদ্ধে সম্মান নষ্ট করার মিশনে নেমেছে, আমাদের হয়রানি করছে, আল্লাহ তাদের হেদায়েত করবেন। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি,” যোগ করেন ড. মতিউর রহমান।

    কারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে? এমন প্রশ্নের জবাবে ড. মতিউর রহমান জানান, “ভ্যাট প্রশাসনে সরকারি রাজস্ব আহরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। যেখানে কাজ করেছি সেখানেই লক্ষ্যমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় করেছি। এসব কারণে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে ক্ষুব্ধ। এনবিআরে আমার পেশাগত জীবনের বিভিন্ন ধাপে যখনই পদোন্নতি হয়েছে তখনই চক্রটি এভাবে অপপ্রচার করে আমাকে হয়রানি করেছে‌। দুর্নীতি দমন কমিশনে বেনামী অভিযোগ দিয়ে আমাকে হেনস্তাও করেছে। এখন পর্যন্ত চারবার দুর্নীতি দমন কমিশন আমার সম্পদের অনুসন্ধান করেছে। কিন্তু তারা জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ পায়নি।”

    একজন সরকারি কর্মকর্তা হয়ে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার বিষয়টিও কি অপপ্রচার? এমন প্রশ্নের জবাবে ড. মতিউর রহমান বলেন, “এটাও সাংঘাতিক ধরনের অপপ্রচার। পেশাগত জীবনে মাথা উঁচু করে চাকরি করেছি। কখনো দুর্নীতির সঙ্গে আপস করিনি। কেউ যদি এক টাকার দুর্নীতির ন্যূনতম কোন প্রমাণ দিতে পারেন, তাহলে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব।”

    ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারি চাকরি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।-এনটিভি অনলাইন

    হজে কেউ মারা গেলে তার দাফন কোথায় হয়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় এক করিনি: জীবনে টাকার ড. দুর্নীতি পেশাগত মতিউর রহমান
    Related Posts
    জুলাই পুনর্জাগরণ

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ

    July 9, 2025
    নির্বাচনের সব প্রস্তুতি

    ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

    July 9, 2025
    Rain

    আগামীকাল বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

    July 9, 2025
    সর্বশেষ খবর
    Rahil

    ‘আমার বাবা আসবে আর গোটা থানা কিনে নেবে’

    uae-golden-visa

    যেভাবে মিলবে আরব আমিরাতের গোল্ডেন ভিসা

    salman-khan

    অবশেষে বিয়ের ইঙ্গিত দিলেন সালমান খান!

    Best LED TV under 40000 in Bangladesh

    Best LED TV under 40000 in Bangladesh

    best WordPress plugins for affiliate marketing

    Best WordPress Plugins for Affiliate Marketing

    Karbonn Mobile Innovations

    Karbonn Mobile Innovations:Leading the Affordable Smartphone Revolution

    Kimberly Loaiza

    Kimberly Loaiza: Mexico’s Social Media Empress and Musical Powerhouse

    জুলাই পুনর্জাগরণ

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ

    create an online portfolio for free

    How to Create an Online Portfolio for Free: Step-by-Step Guide

    Loren Gray

    Loren Gray: TikTok Royalty’s Reign Over Music and Fashion

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.