জুমবাংলা ডেস্ক : উড়োজাহাজ ওড়ায় যাতে ব্যাঘাত না ঘটে; সেজন্য ঘুড়ি, ফানুস, ড্রোন ওড়াতে বারণ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাশাপাশি লেজার রশ্মি ও হাইপাওয়ার টর্চ লাইট ব্যবহার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
তারপরও এসব ব্যবহারের প্রয়োজন পড়লে অন্তত ৪৫দিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইএসপিআর বলেছে, ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, দূর নিয়ন্ত্রিত খেলনা বিমান ব্যবহার করতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.caab.gov.bd) দেওয়া ফরম অনুযায়ী আগাম অনুমতি নিতে হবে।
বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় এমন যন্ত্র ওড়ানো হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমান বাহিনী ঘাঁটি ও বিমান উড্ডয়ন এলাকায় লেজার রশ্মি অথবা হাইপাওয়ার টর্চ লাইট, বিমান ও হেলিকপ্টারের দিকে লক্ষ্য করে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসবের কারণে বিমান ও হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি বিমান ও হেলিকপ্টারে ব্যবহৃত রেডিও সংকেত আদান প্রদানেও বাধা সৃষ্টি করে, ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।”
এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছে আইএসপিআর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।