কেউ ফোন দেবেন না, আমি অসুস্থ: ফারিয়া শাহরিন

faria

বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে যাচ্ছেন। বিশ্ব মা দিবসে এই আনন্দের খবর জানান তিনি। এরপর থেকেই অসুস্থ অনুভব করছেন জানিয়ে ফের ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার ফেসবুক স্টোরিতে ফারিয়া লিখেছেন, ‘খবরটা শেয়ার করার পরই ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়। ওষুধেও কাজ হচ্ছে না। শরীর খারাপ হয়ে গেল আবারও। আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো- জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া লেখেন, ‘মোবাইল অফ। কেউ ফোন দেবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে তিনি জানান নতুন অতিথি আগমনের খবর।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন তিনি। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।